লোকাল নিউজ , লোকাল রিপোর্টার | প্রিয় পাঠক, আপনি ইচ্ছা করলে আজ থেকেই রিপোর্টার হয়ে যেতে পারেন | আপনার কোনো ঝামেলা করতে হবে না | আপনার দায়িত্ব শুধু আপনি কি রিপোর্ট করতে চান তা ঠিক মত বলা | ভাবছেন কি আবার লিখবেন ? ভাবার কিছু নেই | সহজ ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করা হচ্ছে আসল কথা | আপনার চারপাশের যত ঘটনা যা আপনাকে নাড়া দেয় , আপনার মন্তব্য , আপনার নিজের জিজ্ঞাসা , সামাজিক দায়িত্ব , মূল্যবোধ , খেলাধুলা , সাহিত্য ও সংস্কৃতি, স্কুল -কলেজ , পড়াশোনা , রাজনীতি , অর্থনীতি , কৃষি , কৃষক , প্রযুক্তি , নতুন কোনো ঘটনা, নতুন কোনো অনুষ্টান , আপনার নিজের জেলা সম্পর্কে আপনার অনুভুতি , কবিতা , গল্প , উপন্যাস , আপনার প্রিয় বন্ধু -বান্ধবী , আপনার বাবা মা , ভাই বোন , গ্রামের জীবন , শহরের জীবন ইত্যাদি নানা ঘটনা নিয়ে হতে পারে আপনার লেখা | ছোট কিংবা বড় , লিখে ফেলুন | লিখতে পারেন বাংলায় অথবা ইংরেজিতে | যেটাতে আপনার সুবিধা | পোস্ট করার জন্য আপনার কোনো কষ্ট করা লাগবে না | আপনি শুধু আপনার লেখাটা hotnewsall.localnews@blogger. com ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিবেন | বাকি কাজ আমরা করে নিব | মনে রাখবেন আপনার লেখাটা সারাদেশের মানুষ ও বিশ্বের যেকোনো মানুষ পড়তে পারবে এবং অনেক দিন থাকবে | মুছে ফেলা হবে না | জমা থাকবে | সুতরাং লিখে এই ইমেল এ পাঠিয়ে দিন |
ইমেল করার সময় subject এ আপনার জেলার নাম লিখবেন আর বিষয় শব্দ লিখবেন | যেমন আপনার বাড়ি যদি সিলেট হয় তাহলে লিখবেন " সিলেট , সাহিত্য " অথবা শুধু "সিলেট"
No comments:
Post a Comment