Monday, 9 January 2012

আগে সন্তান, পরে মদ!

বয়স মাত্র ছয় দিন! তখনই ছোট্ট এভিকে যেতে হয় অস্ত্রোপচারের ছুরির নিচে। কয়েক মাসের ব্যবধানে যেতে হয় আরও দুইবার। যে বয়সে একটি বাচ্চার সারাক্ষণ মা-বাবার বুকে থাকার কথা, সে বয়সেই বাচ্চাটির ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়। এই দুঃখে এভির বাবা শন ও’কনোর প্রতিজ্ঞা করেছেন, আগামী এক বছর তিন মদ পান করবেন না। কেবল সন্তানের সুস্থতার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

No comments:

Post a Comment